চলতি শীত মৌসুমে তীব্র শীত ও ঘন কুয়াশা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা শঙ্কিত। বিশেষত, রবিশস্যের ওপর এর প্রভাব মারাত্মক হতে পারে। বোরো বীজতলা নষ্ট হওয়ার পাশাপাশি আলু, শিম, লাউ, করলা, মিষ্টি কুমড়া, শাকসবজির মতো ফসলও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত বছরের বন্যার কারণে অনেক কৃষক তাদের জমি থেকে ফসলের স্বাভাবিক ফলন পেতে পারেননি এবং চলতি বছর তারা সবজি চাষের দিকে মনোনিবেশ করেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই তীব্র শীত, ঘন কুয়াশা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তাদের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ থেকে ফসল রক্ষায় কৃষকরা কীটনাশক প্রয়োগ করলেও অনেক জায়গায় তা পর্যাপ্ত প্রমাণিত হয়নি।
কৃষি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ গত ৫ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে, যা আগামী কয়েকদিন আরও চলতে পারে। বিশেষত, ঝালকাঠি এবং উপকূলীয় এলাকার কৃষকরা তীব্র শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর জেলার ৮৯০ হেক্টর জমিতে বোরো আবাদের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং ৫৯ হাজার ৪২০ হেক্টর জমিতে বোরো আবাদ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, ভুট্টা, গম, আলু, শীতকালীন সবজি, মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষা, বাদাম, তিল, সূর্যমুখী, সয়াবিন এবং মশুরসহ বিভিন্ন ফসলের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষকরা জানান, ঘন কুয়াশা ও রাতভর বৃষ্টির কারণে আলুর ক্ষেতে *লেট ব্লাইট* রোগ দেখা দিয়েছে, যার ফলে আলুর পাতা ও কাণ্ড পচে যাচ্ছে এবং গাছ মরে যাচ্ছে। এছাড়া, বোরো ধানের বীজতলায় *কোল্ড ইনজুরি* দেখা দিয়েছে। আলু ক্ষেতে ছত্রাকনাশক ব্যবহার করলেও কুয়াশার প্রভাব থেকে রক্ষা পাচ্ছে না। একইভাবে, বীজতলা রক্ষা করতে কৃষকরা পলিথিন দিয়ে ঢেকে রাখলেও অনেক সময় তা কার্যকর হচ্ছে না।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম জানান, কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারে। বোরো আবাদের জন্য এ বছর বীজতলা তৈরি এবং অন্যান্য ফসল চাষের জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম