বরিশাল অফিস :: বরিশালের ঝালকাঠিতে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১৪ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে স্বামী–স্ত্রী দুই সন্তানসহ চারজন রয়েছেন।
আজ বুধবার দুপুরে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর টোল ঘরে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও প্রাইভেট কারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাবখান ইউনিয়নের নজরুল ইসলাম (৩০), ওস্তাখানার শফিকুল মাঝী (৫০), শেখেরহাটের আতিকুর রহমান সাদি (১১), বিমানবাহিনীর সদস্য ইমরান হোসেন (৪০), কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের তাহমিনা বেগম (২৫) ও মেয়ে নুরজাহান (৭), রাজাপুরের প্রাইভেট কার চালক ইব্রাহিম (২০), রাজাপুরের উত্তর সাউথপুর এলাকার হাসিবুর রহমান (৪০), তাঁর স্ত্রী হাসিবুরের স্ত্রী সোনিয়া বেগম (৩০), মেয়ে তানিয়া আক্তার (৩), ছেলে তাহমিদ রহমান (১), সাউথপুরের নিপা আক্তার (২২), স্বরূপকাঠির রুহুল আমিন (৩০), গাবখানের শহিদুল ইসলাম (৩৫)।
ঝালকাঠিতে টোল প্লাজায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, তদন্তে কমিটিঝালকাঠিতে টোল প্লাজায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, তদন্তে কমিটি ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম নিহত ১৪ জনের পরিচয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।