চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঝালকাঠির চারটি উপজেলায় এ বছর মোট ২১৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। আবহাওয়ার কিছু প্রতিকূলতার মধ্যেও কৃষকরা জমিতে আখের আবাদে সফলতা পেয়েছেন। এ অঞ্চলের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় সবচেয়ে বেশি, ১২৫ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। ভীমরুলি, শতাদশকাঠি, জগদীশপুর, সাহাগাছি, কাপড়কাঠি, এবং খাজুরা এলাকাগুলোতে কৃষকরা প্রচলিত কান্দি পদ্ধতিতে আখ চাষ করছেন।
চাষিরা আখ রোপণের ৭ থেকে ৮ মাস পর সংগ্রহ করে বাজারজাত করেন। চলতি বছরে আখের বাজারমূল্য ভালো থাকায় কৃষকরা আখের প্রতি শত (১০০টি আখ) ৩০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি করতে পারছেন। এই অঞ্চলের আখের বেশিরভাগই চিবিয়ে খাওয়ার জন্য ব্যবহৃত হলেও কিছু অংশ স্থানীয়ভাবে গুড় তৈরিতে ব্যবহার করা হয়। বিএসআরআই-৪১, ৪২, ও ৪৭ জাতের পাশাপাশি বোম্বাই, গ্যান্ডারি, মিশ্রিদানা এবং তুর্পীন জাতের আখ চাষও এ অঞ্চলে প্রচলিত।
ঝালকাঠি সদর ছাড়াও নলছিটিতে ৩০ হেক্টর, রাজাপুরে ২০ হেক্টর, এবং কাঠালিয়ায় ৪০ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। প্রতি হেক্টরে আখের উৎপাদন প্রায় ৪৫ মেট্রিক টন।