বরিশাল অফিস: হাসান হাওলাদারের সঙ্গে দীর্ঘদিনের প্রেম তরুণীর। এরই মধ্যে ২০১৮ সালে সৌদিতে পাড়ি জমান প্রেমিক হাসান। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ হয় দু’জনের। ওই তরুণীকে বিয়ে করবে বলে আশ্বাসও দেন। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দেশে আসেন হাসান। এরপর মার্চে ঢাকা থেকে লঞ্চের এক কেবিনে বরিশালে আসেন তারা। ওই সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এছাড়াও এক আত্মীয়র বাড়িতেও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। একপর্যায়ে হঠাৎ অন্য মেয়েকে বিয়ের প্রস্তুতি নেন প্রেমিক। এমন খবরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেন ওই প্রেমিকা।
ঘটনাটি ঘটেছে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ গ্রামে। শনিবার (২৬ আগস্ট) রাত থেকে প্রেমিক হাসানের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী।
অনশনকারী ওই তরুণী জানান, ২০১৬ সালে হাসান হাওলাদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরে ২০১৮ সালে কাজের জন্য হাসান হাওলাদার সৌদি আরব যান। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ হয় দু’জনের। হাসান হাওলাদার ওই তরুণীকে বিয়ের আশ্বাস দেন। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দেশে আসেন হাসান হাওলাদার। এরপর তাকে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। তখন হাসান জানান- তার বড় ভাই ও বোনের কাছে তিনি টাকা পান। এই টাকা পেলেই তিনি বিয়ে করবেন।
চলতি বছরের মার্চে ঢাকা থেকে লঞ্চের এক কেবিনে একত্রে হাসান হাওলাদার ও ওই নারী বরিশালে আসেন। এ সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে জানান ওই নারী। এছাড়াও রমজানের ঈদের সময় ওই তরুণীর খালার বাড়িতে বেড়াতে যান হাসান হাওলাদার। তখনও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপরে হঠাৎ বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন হাসান হাওলাদার। ফলে ওই তরুণী বাদী হয়ে হাসানের বিরুদ্ধে একটি মামলা করেন।
সম্প্রতি হাসান অন্য এক মেয়েকে বিয়ের প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেন ওই প্রেমিকা।
উত্তমাবাদ গ্রামের ইউপি সদস্য মো. মানিক জানান, ‘আদালতে যেহেতু একটা মামলা চলামান রয়েছে তাই আমি ওই নারীকে আপাতত হাসানের বাড়ির পাশে ওই তরুণীর এক আত্মীয়র কাছে রেখে এসেছি। বিষয়টি নিয়ে দুই পরিবারকে নিয়ে সালিশ বৈঠকে বসা হবে।