ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) তার নির্বাচনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে শিগগিরই ঝালকাঠি আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
এর আগে, বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় ‘মেহজাবিন’ নামে শাহজাহান ওমরের নিজবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তিনি বাদী হয়ে মামলা করতে গেলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুটি ও উত্তর পাশের একটি জানালার কাচ ভেঙে যায়।
শাহজাহান ওমরের রাজনৈতিক জীবন প্রসঙ্গে জানা যায়, তিনি প্রায় ৪০ বছর ধরে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। ওই নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম