আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার নতুন বছরের প্রথম দিনেই মুক্তি পায়। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ এবং তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘী।
টিজারে এক ভীতিকর দৃশ্যে দেখা যায়, ছিন্ন-ভিন্ন মরদেহ পড়ে আছে এবং একটি নিথর দেহ এক ভয়ংকর ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে এক অসহায় মেয়ে তাকিয়ে থাকে। সে যখন দাঁড়ায়, তার দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী, যাকে সেই অস্ত্র দিয়েই কুপিয়ে হত্যা করে— এই উত্তেজনাপূর্ণ এবং থ্রিলারে ভরা দৃশ্যটি টিজারে তুলে ধরা হয়েছে। অসহায় মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘী।
আদর আজাদ এই সিনেমার চরিত্র সম্পর্কে বলেন, “এটা প্রথমবারের মতো এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।” অন্যদিকে, দিঘী জানান, “গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।”
নির্মাতা আলোক হাসান জানিয়েছেন, নতুন বছরের এই চমক ‘টগর’ সিনেমার শুটিং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে, যা রক্ত ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম