বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রাম পর্বে জমজমাট লড়াইয়ে ফিরেছে। সিলেট পর্ব শেষে দুই দিনের বিরতিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল।
ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুপুর ১:৩০ টায় শুরু হওয়া এ ম্যাচ সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও টি-স্পোর্টস।
ঢাকা টানা ছয়টি ম্যাচ হারার পর শেষ ম্যাচে জয়ের মুখ দেখেছে। অন্যদিকে, বরিশাল দারুণ ফর্মে রয়েছে, পাঁচ ম্যাচের তিনটিতে জয় তুলে নিয়েছে তারা।
ফরচুন বরিশাল: বরিশালের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। শাহীন শাহ আফ্রিদি ও কাইল মেয়ার্স বিপিএল ছাড়ায় দলে যুক্ত হয়েছেন ডেভিড মালান ও মোহাম্মদ নবি। এছাড়া রিশাদ হোসেনের জায়গায় খেলছেন রিপন মন্ডল।
ঢাকা ক্যাপিটালস: ঢাকার একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে।
ঢাকা ক্যাপিটালস একাদশ:
তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, জিন পিয়ের কোয়েটজে, মুনিম শাহরিয়ার, চাতুরাঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা (অধিনায়ক), ফরমানউল্লাহ শাফি, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী ও মুস্তাফিজুর রহমান।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিপন মন্ডল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবি, তানভীর ইসলাম ও জাহানদাদ খান।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম