Views: 46
চন্দ্রদ্বীপ ডেস্ক: সুপার এইট নিশ্চিত করতে সেন্ট ভিনসেন্টে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে কোনো ধরনের সমীকরণ ছাড়াই সেরা আটে জায়গা পেয়ে যাবে টাইগাররা। অপ্রত্যাশিতভাবে বড় ব্যবধানে হেরে গেলে নাজমুল হোসেনের দলকে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডসের ম্যাচের দিকে।
ডাচদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে চায় না বাংলাদেশ। নেপালের বিপক্ষে দাপুটে জয় নিয়েই সুপার এইটে খেলতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশ আজ জিততে পারেনি। টস জিতেছেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। নিজে ফিল্ডিং নিয়ে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।