বাংলাদেশি বংশোদ্ভুত এক ডেভেলপারের কাছ থেকে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক একটি ফ্ল্যাট উপহার পেয়েছিলেন, তবে তিনি এই তথ্য তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ফাইনেন্সিয়াল টাইমস’ তাদের প্রতিবেদনে জানায়, ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় ২ শয্যার একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিককে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ডেভেলপার, যিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ফ্ল্যাটটি আব্দুল মোতালিফ ২০০১ সালের জানুয়ারিতে ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে কিনেছিলেন।
ফিন্যান্সিয়াল টাইমস আরো জানিয়েছে, আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফের কঠিন সময়ে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপ সিদ্দিকের মা-বাবা। এ জন্য কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে তিনি নিজের মালিকানায় থাকা এই ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দেন। বর্তমানে ৭০ বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করছেন।
কিংস ক্রসের ওই ফ্ল্যাটে উপহার পাওয়ার পর কয়েক বছর টিউলিপ সিদ্দিক সেখানে ছিলেন। পরে তার ভাই-বোনেরা সেখানে বসবাস করেন। বর্তমানে এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছে, যার মাধ্যমে টিউলিপ প্রতি বছর প্রায় ৯০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকা) উপার্জন করছেন।
যদিও টিউলিপ সিদ্দিক নির্বাচন পূর্ববর্তী হলফনামায় তার সম্পত্তির বিষয়ে কিছু তথ্য উল্লেখ করেছেন, তবে ফ্ল্যাটটির বিষয়ে কোনো উল্লেখ নেই। তিনি শুধু যুক্তরাজ্যের হাইগেট ও হ্যাম্পস্টেড এলাকায় তার অন্যান্য ফ্ল্যাটের ব্যাপারে তথ্য দিয়েছেন।
৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে পূর্ব লন্ডনের হ্যাম্পস্টেড আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হন এবং তারপর থেকে ওই আসনে চারবার প্রার্থী হয়ে সফল হয়েছেন। এছাড়া, তিনি লেবার পার্টির পাশাপাশি আওয়ামী লীগের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য শাখার ‘লবিং ইউনিট অ্যান্ড ইলেকশন স্ট্র্যাটেজি টিম’-এ কাজ করেছেন।
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”