শিরোনাম

টেলিটকের অনলাইন সিম সেবা চালু

Views: 10

বাংলাদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১টি পোস্ট অফিসে কমার্শিয়াল পাইলটিং হিসেবে এই সেবা শুরু হয়। খুব শিগগিরই দেশের সব জেলার পোস্ট অফিসে এই সেবা বিস্তৃত হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের সুবিধার্থে এই সেবা চালু করেছে। বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে একীভূত হয়ে, পোস্ট অফিস এবং বিলি বণ্টন ব্যবস্থাকে কাজে লাগিয়ে টেলিটক সিম গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। গ্রাহক অনলাইনে সিম নম্বর পছন্দ করে নির্দিষ্ট পোস্ট অফিস থেকে বা ঘরে বসে সিম সংগ্রহ করতে পারবেন।

টেলিটক অনলাইন সিম নিতে হলে গ্রাহককে নির্দিষ্ট পোস্ট অফিস থেকে সিম নিতে ২৫০ টাকা এবং বাসায় ডেলিভারির জন্য ৩০০ টাকা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। অর্ডারকৃত সিমের ডেলিভারি স্ট্যাটাস জানতে গ্রাহক অটোমেটেড ট্র্যাকিং নম্বর ব্যবহার করতে পারবেন। সিম অর্ডারের জন্য টেলিটকের ওয়েবসাইটে ‘অনলাইন সিম’ মেন্যুতে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *