ধানাঞ্জয়া শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ৫১ টেস্ট। করেছেন ১০ শতক ও ১৩ অর্ধশতক। অধিনায়ক হিসেবে ধনাঞ্জয়ার প্রথম অভিযান শুরু হবে ৬ ফেব্রুয়ারি, আফগানিস্তানের বিপক্ষে। সেই সিরিজের দল এখনো ঘোষণা করা হয়নি।
‘ধানা, আমি তোমাকে এত বছর ধরে দেখেছি খুবই পরিণত ও দারুণ একজন ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতে ও গড়ে উঠতে… স্মার্ট, বরফশীতল মানসিকতার এবং খুবই চতুর ক্রিকেট মস্তিষ্কের একজন। মাঠের ভেতরে ও বাইরে নিজের ধরনে তুমি মানিয়ে নাও প্রতিবারই মুখে সেই বিখ্যাত হাসিটুকু নিয়ে! আমার দৃঢ় বিশ্বাস, শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেট খুব নিরাপদ হাতেই পড়েছে এবং তোমার অধিনায়কত্বের সময়টায় আরও এগিয়ে যাবে। এটা নিশ্চিত যে, মাঠের ভেতরে-বাইরে তোমার পাশে পাবে আমাকে।’