চন্দ্রদ্বীপ ডেস্ক: এক দিনেই পড়ল ১৬ উইকেট। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সামনে গুটিয়ে গিয়েছে ১০৬ রানে। বিপরীতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ৬ উইকেট। সফরকারীরা ৩৬ রানের লিড নিলেও তাই বাংলাদেশকে মিরপুর টেস্ট থেকে একেবারেই বাদ দেয়ার অবকাশ নেই এই কথা সত্যি।
মাঠের খেলার পাশাপাশি আলোচনায় এসেছে মিরপুরের উইকেটও। যেখানে দিনটা ছিল বোলারদের। রেকর্ডের খাতাটাও এদিন ভারি করেছেন বোলাররাই। কাগিসো রাবাদা বলের হিসেবে পূর্ণ করেছেন দ্রুততম ৩০০ উইকেট। আর তাইজুল ইসলাম শেষ বিকেলে ৫ উইকেট পূর্ণ করে সাদা পোশাকে নিজের ২০০ তম উইকেট নিয়েছেন। টেস্ট ফরম্যাটে মিরপুর শের-ই বাংলায় সবচেয়ে বেশি উইকেটও তারই।
বোলারদের রেকর্ডের দিনটায় মিরপুরের শের-ই বাংলা দেখেছে সবচেয়ে বেশি উইকেট পতনের দিন। এর আগে টেস্টে কখনোই এই মাঠে ১৬ উইকেট পড়েনি। এর আগে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে একদিনে ছিল ১৫ উইকেট পতনের ঘটনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের আগে সেটাই ছিল মিরপুরে সবশেষ টেস্ট!