শপথ নেওয়ার আগেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, একই নীতি ব্রাজিলের ওপরও প্রয়োগ করবেন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) তার বাসভবন মার-এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই হুমকি দেন। তিনি বলেন, “যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তবে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবে।”
ভারত ও ব্রাজিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই দুই দেশ প্রায় সব ক্ষেত্রেই আমেরিকান পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। অথচ এতদিন আমেরিকা তাদের ওপর কোনো শুল্ক চাপায়নি। ট্রাম্প আরো বলেন, “বাণিজ্যে স্বচ্ছতা থাকা জরুরি। যদি ভারত আমেরিকান পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে।”
এসময় তিনি ভারত এবং ব্রাজিলকে সতর্ক করে বলেন, “ওরা আমাদের ওপর শুল্ক চাপাক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তবে আমরাও তাদের ওপর শুল্ক চাপাবো।”
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫ নভেম্বর বিজয়ী হলেও, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। ২০ জানুয়ারি তার শপথ গ্রহণের দিন নির্ধারিত। তবে শপথ নেওয়ার আগে ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত শর্তাবলী নিয়ে হুমকি দিয়েছেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম