Views: 5
চন্দ্রদ্বীপ ডেস্ক: ডাকসেবার বৈশ্বিক র্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৬৮তম। গত ১৭ ডিসেম্বর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের প্রকাশিত সমন্বিত ডাক উন্নয়ন সূচক-২০২৪ ( (2IPD) প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে, বাংলাদেশ পোস্টের (2IPD) স্কোর ৫৪!
এর আগে ২০২৩, ২০২২, ২০২১ ও ২০২০ সালে বাংলাদেশ পোস্টের স্কোর ও অবস্থান ছিল যথাক্রমে ১৮.৩০ (১১৯তম/১৭২), ১৩.৯০ (১৩৩তম/১৭২), ১০.০২ (১৪৩তম/১৬৮) ও ১৫.৮০ (১২৮তম/১৭০)। ডাক অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।