শিরোনাম

ডাকাত আতঙ্কে নির্ঘুম পটুয়াখালীর ২ উপজেলার মানুষ

Views: 3

পটুয়াখালীর বাউফল ও দশমিনা উপজেলায় ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। রাতভর মসজিদে মসজিদের মাইকে সতর্ক বার্তা প্রচারিত হয়েছে। আতঙ্কের সূত্রপাত বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামে এক বাড়ির জানালায় ডাকাতির আশঙ্কাজনিত ধাক্কাধাক্কি থেকে।

বাউফল উপজেলার ভূঁইয়া বাড়িতে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নিয়াজের বসতঘরে একদল ডাকাত জানালা ও দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। নিয়াজের বাবা স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি জানান, যা দ্রুত পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে। রাত ১১টার পর থেকে প্রায় সব মসজিদে সতর্ক বার্তা প্রচারিত হয়।

অন্যদিকে, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পার্শ্ববর্তী দশমিনা উপজেলায়ও একইভাবে মসজিদের মাইক থেকে ডাকাতির গুজব ছড়িয়ে পড়ে। এতে দুই উপজেলার মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ইসমাইল মাস্টারের বাড়ির জানালায় দুই-তিনজন অপরিচিত ব্যক্তি ধাক্কা দেন। এ থেকেই গুজব ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থল পরিদর্শনে কোনো ডাকাত দলের অস্তিত্ব পাওয়া যায়নি।

দশমিনা থানার ওসি আব্দুল আলীম বলেন, “ডাকাতির গুজবে মানুষ সতর্ক হয়েছে, কিন্তু বাস্তবে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তবে জনগণকে নিরাপদ রাখতে আমরা পুলিশি টহল বাড়িয়েছি।”

সম্প্রতি ওই এলাকায় ঘটে যাওয়া কয়েকটি ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এর ফলে সামান্য গুজবও দ্রুত বড় আকার ধারণ করছে। স্থানীয়দের আশ্বস্ত করতে পুলিশের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *