Views: 62
চন্দ্রদ্বীপ ডেস্ক: মাথা ঘোরা, ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার মতো কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবিটিস বাসা বেঁধেছে শরীরে। এগুলি ছাড়াও ডায়াবিটিসের কিছু লক্ষণ পায়েও ফুটে ওঠে। জেনে নিন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন:
১) পা ফুলে যাওয়া, পায়ের ঘা ও ক্ষত না শোকানো। শীতকালীন রোগবালাইয়ের সঙ্গে লড়তে সাহায্য করবে দুধ, কী ভাবে খেলে তবেই মিলবে সুফল?
২) ডায়াবিটিসের ফলে পায়ের স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলেই পায়ের পাতা অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এই লক্ষণও ডায়াবিটিসের ইঙ্গিত দেয়।
৩) ঘন ঘন পায়ে ঘা হওয়া।
৪) পায়ের নখ মোটা ও হলুদ হয়ে যাওয়া।
৫) পায়ের আঙুলের মাঝে, নখে কোনও কারণ ছাড়াই ছত্রাকের সংক্রমণ ও কিছুতেই সেই সংক্রমণ না সারলে বুঝতে হবে রক্তের শর্করার মাত্রা বেড়েছে।