দেশে প্রথমবারের মতো ডায়াবেটিসের ওপর জাতীয় গাইড লাইন প্রকাশ করেছে সরকার। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ন্যাশনাল গাইডলাইন অন মেলাইটাস নামে এই নীতিমালা প্রকাশ করে।
গাইডলাইনটি তৈরীতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও জাইকা বাংলাদেশ সার্বিক সহায়তা প্রদান করেছে।
এসময় নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এর প্রেসিডেন্ট অধ্যাপক আকতার হোসেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এনায়েত হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি জনাব কোমোরি তাকাসিসহ দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের দুইশত জন চিকিৎসক।
অনুষ্ঠানের প্রথমভাগে, গাইডলাইনটির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞগণ গাইডলাইনটির বিভিন্ন অংশ উপস্থাপন করেন এবং দ্বিতীয় অংশে, একটি বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে গাইডলাইনটির মোড়ক উম্মোচনের শেষে উপস্থিত অতিথিগণ গাইডলাইনটি নিয়ে তাদের মতামত প্রদান করেন।
বিশেষজ্ঞগণ বলেন গাইডলাইনটি বাংলাদেশের চিকিৎসকদের মান উন্নয়নে যেমন সহযোগিতা করবে তেমনি দেশে উন্নতমানের ডায়াবেটিস সেবা ও সচেতনতা কার্যক্রম বাড়াতে সমর্থ হবে। ফলে দেশের ১ কোটি ৩১ লক্ষ ডায়াবেটিক রোগী ও তাদের পরিবারের মানুষজনই শুধুউপকৃত হবেন না, কমে আসবে স্বাস্থ্য বাজেটের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ আর্থিক চাপ, সমভাবে উপকৃত হবে দেশের সকল মানুষ।
অধ্যাপক রোবেদ আমিন জানান প্রিন্ট কপির পাশাপাশি অনলাইন অ্যাপেও গাইডলাইনটি পাওয়া যাবে।