শিরোনাম

ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখার উদ্বোধন

Views: 20

বরিশাল অফিস :: গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি বরিশাল শহরে নতুন শাখার উদ্বোধন করেছে।

সম্প্রতি বরিশাল শহরে শহীদ নজরুল ইসলাম সড়কের (পুলিশ লাইন রোড) ফাইজ শতায়ু ভবনে ১৬তম এ শাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নাসিমুল বাতেন। এ সময় ডিবিএইচর অন্যান্য  ঊর্ধ্বতন কর্মকর্তা ও বরিশালের প্রধান ডেভেলপাররা উপস্থিত ছিলেন।

এ শাখায় বরিশাল শহর ও তার পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের গৃহঋণ ও ফিক্সড ডিপোজিট সেবা দেওয়া হবে। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল। শক্তিশালী আর্থিক সক্ষমতার জন্য টানা ১৯ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ’ট্রিপল এ’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটি প্রচলিত গৃহঋণ এবং শরীয়াহ সম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স উভয় স্কিমেই অর্থায়ন করে থাকে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *