রাজনৈতিক দলগুলো বড় ধরনের সংস্কারের দাবি না তুললে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে যদি রাজনৈতিক দলগুলো অন্তবর্তী সরকারের কিছু সংস্কারের প্রস্তাব করে, তাহলে সরকার আরও ৬ মাস সময় নিয়ে ভোট আয়োজন করবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রেস সচিব বলেন, “রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের জন্য গঠিত ৬টি কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে। এরপর এই প্রতিবেদন নিয়ে সব পক্ষের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “লুটপাট, দুর্নীতি এবং জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তবে সরকার ‘মাইনাস টু ফর্মূলা’ নিয়ে ভাবছে না। সবার সাথে আলোচনার ভিত্তিতে একটি ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার।”
প্রেস সচিবের বক্তব্যে রাজনৈতিক সংস্কার ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে। তিনি জানান, রাষ্ট্রীয় খাত সংস্কারের ৬টি কমিশনের সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে আশ্বাস দেন শফিকুল আলম।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম