শিরোনাম

ডিসেম্বর মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, ১২ কেজি এলপিজির মূল্য ১৪৫৫ টাকা

Views: 7

ডিসেম্বর মাসে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, ১২ কেজি এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য ১৪৫৫ টাকা এবং অটোগ্যাসের দাম (লিটার প্রতি ৬৬.৮১ টাকা) অপরিবর্তিত থাকবে।

নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে, এই ঘোষণা বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান।

আরো পড়ুন : পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতদলের ৬ সদস্য আটক

বিইআরসির অন্যান্য সদস্যরা, সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক এবং কমিশনের সচিব ব্যারিস্টার খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

এলপিজির দাম সম্পর্কে বিইআরসি জানায়, ২০২১ সালের ১২ এপ্রিল সৌদি আরবের এলপিজি দাম উঠা-নামার সাথে সাথে বাংলাদেশের ভিত্তিমূল্যও পরিবর্তিত হবে। তবে অন্যান্য কমিশনের দাম অপরিবর্তিত থাকবে। এই সিদ্ধান্তের পর থেকে প্রতি মাসেই এলপিজির দাম ঘোষণা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *