Views: 40
চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের নৌবাহিনীর ব্যবহৃত যুদ্ধজাহাজ ‘সাহান্দ’ ডুবে গেছে। মঙ্গলবার (৯ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলের আব্বাস বন্দরের অগভীর পানিতে জাহাজটি ডুবে গেছে।
রক্ষণাবেক্ষণের জন্য আব্বাস বন্দরে যুদ্ধজাহাজটি নিয়ে আসা হয়েছিল। কিন্তু গত রোববার এটি হঠাৎ করে উল্টে যায়। পরবর্তীতে অবশ্য জাহাজটিকে সোজা করা হয়েছিল। কিন্তু আজ মঙ্গলবার এটি পুরোপুরি ডুবে গেছে।
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সংশ্লিষ্ট বার্তাসংস্থা নূরনিউজ এক প্রতিবেদনে বলেছে, “সাহান্দ যুদ্ধজাহাজ, কঠিন পরিস্থিতির মধ্যেও সোমবার এটিকে সোজা করা হয়েছিল। কিন্তু জাহাজটিকে ধরে রাখা দড়ি ছিঁড়ে গেলে এটি ডুবে যায়।”