শিরোনাম

ড. ইউনূসকে উষ্ণ শুভেচ্ছা বন্ধু শ্যারন স্টোনের

Views: 23

চন্দ্রদ্বীপ নিউজ :: সরকার পতনের তিন দিনের মাথায় নতুন সরকার পেল বাংলাদেশ। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্বের সকল দেশই নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। চীনও সমর্থন দিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এখন যে খবরটি জানবেন সেটি বিনোদনপ্রেমী মানুষের কাছে দারুণ ব্যাপার। কারণ বাংলাদেশের নতুন সরকার প্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন হলিউডের অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী শ্যারন স্টোন।

গতকাল (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। এর কিছু সময় পরই নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম আইডিতে শুভেচ্ছা জানান শ্যারন স্টোন। তিনি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চমৎকার একটি ছবি পোস্ট করেছেন। তা দেখেই বোঝা যায় দুজনের সম্পর্ক কতোটা অমায়িক।

শ্যারন ক্যাপশনে লিখেছেন, ‘কনগ্রাচুলেশন্স বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী (প্রধান উপদেষ্টাকে তিনি প্রধানমন্ত্রী বলেই সম্বোধন করেছেন) আমার বেস্ট ফ্রেন্ড ফরেভার ড. মুহাম্মাদ ইউনূস।’ কমেন্ট বক্সে শ্যারনের বিভিন্ন দেশের ভক্ত-অনুসারিরাও শুভেচ্ছা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসকে। যার মধ্যে রয়েছেন বাংলাদেশর অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে বাঁধনও সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন শ্যারন স্টোনের সঙ্গে।

প্রসঙ্গত, ড. মুহাম্মাদ ইউনূস আর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বন্ধুত্বের বিষয়টি বহুল জনপ্রিয়।

তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ড. মুহাম্মাদ ইউনূস কতোটা সমাদৃত সে কথা তো তার নোবেল পুরস্কার জয়ই বলে দেয়। তিনি বিশে্রব বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ আয়োজনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আসছেন বহু বছর ধরে। সেই সব মুহূর্তের কিছু ভিডিও ক্লিপিংস সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার মধ্যে একটি ছিলো ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বার্সেলোনা ক্লাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই ফুটবলার মেসি ও পিকের ভিডিও।

কিন্তু হলিউডের কিংবদন্তি অভিনেত্রীও যে তার বন্ধুর তালিকায় রয়েছেন সে কথা শ্যারনের পোস্ট না দেখলে জানা যেতো না।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *