শিরোনাম

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাট

Views: 63

পটুয়াখালী প্রতিনিধি :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ কনকদিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা প্রকাশ্যে এলাকায় ঘুড়ে বেড়াচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (১০ আগস্ট) সেনাবাহিনীর বাউফল ক্যাম্প ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতি অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফুর শিকদারের বাসভবনের নিচতলা ভাড়া নিয়ে গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যকেন্দ্র গত তিন বছর ধরে এলাকার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়ে আল্ট্রাসনোগ্রাম, ইসিসি মেশিনসহ বিভিন্ন ধরণের মেডিকেলে যন্ত্রপাতি ও আসবাবপত্র এবং ভবনের জানালার গ্লাস ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীরা ভবনের মালিক মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মিয়ার দোতালা বাসভবনে তাণ্ডব চালিয়ে ব্যাপক ধংসযজ্ঞ চালায়। এরপর তারা পেট্রোল দিয়ে ভবনের আসবাবপত্রসহ দুইটি মটর সাইকেল পুড়িয়ে দেয়। স্থানীয় হারুন মুন্সী, আব্দুল মান্নান ও রফিকুল ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে যানা গেছে।

এ ঘটনায় ভবনের মালিক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফুর শিকদারের স্ত্রী শাহানারা বেগম সেনাবাহিনীর বাউফল ক্যাম্প ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর হামলাকারী সন্ত্রাসীদের নাম উল্লেখ করে একটি লিখিতি অভিযোগ করেছেন।

শাহানার বেগম বলেন, ‘হামলাকারী সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে এবং তাদেরকে খুনজখমের হুমকি দিচ্ছে।’

এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজি বলেন, ‘সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জের সাথে আলাপ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *