Views: 57
রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ‘স্থিতিশীল’ থাকলেও ঢাকার বাইরে আক্রান্তের হার বাড়ছে।
হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ থাকলেও প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক বেড এখনো ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৭ হাজার ১২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৫২৯ জন।
ঢাকার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে আক্রান্তের হার বাড়ছে। ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার ওপর জোর দেন স্বাস্থ্য অধিদপ্তরের মূখপাত্র।