Views: 57
সোমবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় চিফ অব প্রটোকলের কাছে নতুন হাইকমিশনার পরিচয়পত্র পেশ করেন।
ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে কূটনীতিক সৈয়দ আহমেদ মারুফকে বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে নির্বাচিত করা হয়।
বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকায় আসার আগে গত ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভীর সঙ্গে সাক্ষাৎ করেন। পাক প্রেসিডেন্ট নতুন দূতকে বাংলাদেশের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য এবং সংস্কৃতি বিষয়ে মনোনিবেশের পরামর্শ দেন।
দিন পাঁচেক আগে দায়িত্ব পালন করতে ঢাকায় আসেন নবনিযুক্ত হাইকমিশনার মারুফ। তিনি বিদায়ী হাইকমিশনার ইমরান আহমেদের স্থলাভিষিক্ত হলেন।