শিরোনাম

 ঢাকায় প্রতিষ্ঠিত হচ্ছে থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন

Views: 21

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের নাট্যশিল্পীদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন সংগঠন *থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (টাড)*। সংগঠনটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন নাট্যশিল্পী আজাদ আবুল কালাম, ফয়েজ জহির, তৌফিকুল ইসলাম ইমন, আসাদুল ইসলাম, শামীম সাগর, কাজী রোকসানা রুমা, রেজা আরিফ ও সাইফ সুমন। শনিবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে সংগঠনটি।

উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের থিয়েটার দলগুলোর সমন্বয়ে একাধিক সংগঠন থাকলেও নাট্যশিল্পীদের নিজস্ব অধিকার, স্বার্থ ও দাবি আদায়ের জন্য কোনো সংগঠন গড়ে ওঠেনি। নাট্যশিল্পীদের লড়াইয়ের প্রেক্ষাপট অঞ্চলের ভিত্তিতে ভিন্নতা রয়েছে। তাই জাতীয় পর্যায়ের পরিবর্তে স্থানীয় পর্যায়ে নাট্যশিল্পীদের অধিকার আদায় করা জরুরি। এই লক্ষ্যেই ঢাকা মহানগরীতে নাট্যশিল্পীদের প্রতিনিধিত্বকারী একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে।

সংগঠনটির সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য হলো ঢাকা মহানগরে সক্রিয় নাট্যচর্চায় যুক্ত নাট্যশিল্পীদের মধ্যে আন্তসম্পর্ক গড়ে তোলা, তাঁদের স্বার্থ রক্ষা করা এবং অসচ্ছল/অসুস্থ সদস্যদের জন্য কল্যাণ তহবিল পরিচালনা করা। পাশাপাশি ক্যাফে ও লাইব্রেরি সুবিধাসহ থিয়েটার ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। সংগঠনটি নাট্যশিল্পীদের দক্ষতা উন্নয়ন ও মানোন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, সভা, সেমিনার আয়োজন করবে এবং দেশি-বিদেশি নাট্যশিল্পীদের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *