শিরোনাম

ঢাকায় ভবনের ফিটনেস যাচাইয়ে ‘থার্ড পার্টি’

Views: 48

চন্দ্রদীপ ডেস্ক : ঢাকার ভবনগুলোর দুর্ঘটনা রোধ ও নকশা অনুযায়ী নির্মাণ নিশ্চিত করতে ‘থার্ড পার্টি এন্ট্রি (টিপিই)’ নিয়োগ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এজন্য সংশ্লিষ্ট সব আইন ও বিধি পর্যালোচনা করে গাইড লাইনও তৈরি করছে সংস্থাটি। আজ নগর উন্নয়ন কমিটির সভায় এই নীতিমালা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে দ্রুততম সময়ের মধ্যে তার বাস্তবায়ন শুরু করবে রাজউক।

রাজউক সূত্রে জানা যায়, টিপিই’র মাধ্যমে ভবনের ফিটনেস যাচাই প্রতিবর্গফুট ২০ টাকা হারে ফি দিতে হবে। তবে একটি ভবনের ফিটনেস যাচাইয়ে সর্বনিম্ন ফি হবে ৫ লাখ টাকা। যাচাইয়ের পর ভবনটি ঝুঁকিপূর্ণ নয়, ঝুঁকিপূর্ণ, রেট্রোফিটিং বা পুনঃনির্মাণ করার সুপারিশ করবে। থার্ড পার্টির পরিদর্শকদের রাজউক পরিচয়পত্র দেবে, যা তাদের ইমারত পরিদর্শনের অধিকার দেবে। তবে অনুমোদনহীন ভবনগুলোর ফিটনেস যাচাই করা হবে কিনা, সেই সিদ্ধান্ত রাজউক গ্রহণ করবে।

সূত্রে আরও জানা যায়, ভবনসংক্রান্ত রাজউকের মাঠ পর্যায়ের কর্মকর্তা অথরাইজড অফিসার ও সহকারী অথরাইজড অফিসারের তত্ত্বাবধানে থাকবে ‘থার্ড পার্টি এন্ট্রি’ (টিপিই)। এ কর্মকর্তারা যেকোনো সময় টিপিইদের কার্যক্রম তদারকি করতে পারবেন। এসব কার্যক্রম তদারকি কৌশল শেখাতে তাদের প্রশিক্ষণের আওতায় আনবে রাজউক।

এ বিষয়ে রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা জানান, অতি দ্রুত নগরায়ন ঘটছে ঢাকা ও আশপাশের এলাকায়। রাজউকের সীমিত জনবল দিয়ে সঠিকভাবে ভবনের নকশা যাচাই-বাছাই, নকশা অনুমোদন ও সরেজমিন নির্মাণকাজ পরিদর্শন কঠিন হয়ে পড়েছে। এতে করে ভবনের ত্রুটি থেকে যাচ্ছে। এজন্য থার্ড পার্টি প্রক্রিয়ায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তিনি আরও বলেন, নগরবাসীর সুরক্ষার কথা বিবেচনা করে ইমারতে নকশা যাচাই-বাছাই, ভবন পরিদর্শন সেবা দেওয়ার জন্য বাইরের পরামর্শ দাতা এবং থার্ড পার্টি প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। যাদের ইমারত সুরক্ষা নিশ্চিতের ক্ষেত্রে পরীক্ষিত বিশেষ দক্ষতা আছে নির্ধারিত প্রক্রিয়ায় মাধ্যমে তাদের নিয়োগ করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *