শিরোনাম

ঢাকার হার, বরিশালের দাপুটে জয়

Views: 6

আগের ম্যাচে দুর্দান্ত জয় পেলেও পরের ম্যাচেই হার মানতে হলো চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসকে। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৮ উইকেটে হেরে যায় ঢাকা।

মাত্র ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই নাজমুল হোসেন শান্ত আউট হলেও তামিম ইকবাল ও ডেভিড মালান বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তামিম ব্যক্তিগত ৪৮ বলে ৬১ রান করেন এবং মালান অপরাজিত থাকেন ৪৯ রানে। বরিশাল ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

টসে জিতে ব্যাটিং নেয়া ঢাকার শুরুটাই ছিল হতাশাজনক। আগের ম্যাচে সেঞ্চুরি করা লিটন দাস ব্যক্তিগত ১৩ রানে আউট হন। মুনিম শাহরিয়ার (০), সাব্বির রহমান (১০), এবং অধিনায়ক থিসারা পেরেরা (০) দ্রুত আউট হয়ে যান। একমাত্র তানজিদ হাসান তামিম ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলে দলকে কিছুটা সম্মানজনক স্কোরে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত দল অলআউট হয় মাত্র ১৩৯ রানে।

বরিশালের তানভীর ইসলাম দারুণ স্পিন বোলিংয়ে ৩ উইকেট তুলে নেন। ঢাকার ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি একপেশে হয়ে যায়।

এই জয়ে ফরচুন বরিশাল ৮ ম্যাচে চতুর্থ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ৮ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে ঢাকার প্লে-অফ খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে গেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *