ঢাকা-বরিশাল মহাসড়ক, বিশেষ করে বরিশালের প্রবেশদ্বার গৌরনদীর ভূরঘাটা থেকে উজিরপুরের ইচলাদী পর্যন্ত সড়কটি দিন দিন মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। গত এক বছরে এই সড়কে ৮১টি দুর্ঘটনায় ১০৫ জন নিহত এবং ২২০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৫০ জন পঙ্গু হয়ে গেছেন। এর মধ্যে দুর্ঘটনাগুলোর বেশিরভাগই বেপরোয়া গাড়ি চালনা, সংকুচিত সড়ক, ফুটপাতে দোকান-পাট, অবৈধ যান চলাচল ও অদক্ষ চালকদের কারণে ঘটে।
হাইওয়ে থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই মহাসড়কের গৌরনদী থেকে ইচলাদী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে গৌরনদী বার্থী, টরকী, আশোকাঠি, বাটাজোর, সানুহার, জয়শ্রী ও ইচলাদী। গত ২৯ ডিসেম্বর গৌরনদী হাইওয়ে থানার উদ্যোগে একটি ওপেন হাউজ ডে-এ স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে দুর্ঘটনার জন্য সড়ক সংকীর্ণতা, অবৈধ যান চলাচল ও চালকদের অদক্ষতা তুলে ধরা হয়।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া দুর্ঘটনায় উল্লেখযোগ্য কিছু ঘটনা হল:
– ২৯ ডিসেম্বর গৌরনদী উপজেলার বাইচখোলা এলাকায় যাত্রীবাহী দুটি বাস ও তেলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং ২০ জন আহত হন।
– ১৫ ডিসেম্বর কটকস্থল এলাকায় লাবিবা পরিবহনের বাসের ধাক্কায় ৭৫ বছর বয়সী এক পথচারী নিহত হন।
– ৯ সেপ্টেম্বর গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হন।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুর রহমান জানায়, এই সড়কে দুর্ঘটনা রোধে ৬টি গুরুত্বপূর্ণ সুপারিশসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়েছে, কিন্তু সমস্যাগুলোর সমাধান না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। স্থানীয় বাসিন্দারা এবং যাত্রীরা দাবি করেছেন, মহাসড়কের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিল হওয়া বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম