ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২ জানুয়ারি, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিমতলী এলাকায়, যখন মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের হেলপার মো. জীবন (৪৪) নিহত হন। তাঁর বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামে। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ছিলেন বাসযাত্রী মো. রায়হান (২৭), সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ৩ জানুয়ারি, শুক্রবার ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায়, যেখানে আরও একজন নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুটি দুর্ঘটনাতেই হতাহতের ঘটনা ঘটেছে এবং আহতদের চিকিৎসা চলছে।
এ ধরনের দুর্ঘটনা সম্পর্কে হাইওয়ে পুলিশ বলছে, এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির গাড়ির কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। স্থানীয় জনগণ ও পরিবহন সংশ্লিষ্টরা দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম