দেশের রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লাসহ বেশ কয়েকটি এলাকায় শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকেই তাদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫।
ঢাকা-সিলেটের পাশাপাশি কুমিল্লায়ও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্পটি তুলনামূলকভাবে মাঝারি মাত্রার হলেও এর গভীরতা বেশি থাকায় স্থায়ী ক্ষতির আশঙ্কা ছিল না। ভূমিকম্প-প্রবণ এলাকায় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম