শিরোনাম

তথ্যপ্রযুক্তি খাতে ২৮ হাজার কোটি টাকার ৫৫ প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ

Views: 15

চন্দ্রদ্বীপ ডেস্ক :: তথ্যপ্রযুক্তি খাতে, ২০২১ সালের জানুয়ারিতে শুরু হওয়া ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পসহ, আওয়ামী লীগের অধীনে নেওয়া ২৮ হাজার কোটি টাকার ৫৫টি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অন্তবর্তী সরকার গঠিত ১২ সদস্যের একটি কমিটি প্রকল্পগুলোর ওপর নিরীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় পরামর্শক নিয়োগে প্রতিষ্ঠান বাদ দিয়ে আলাদা আলাদা ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে, যা সরকারি অর্থের যথাযথ ব্যবহারের জন্য উদ্বেগজনক। সচিব শীষ হায়দার চৌধুরী জানিয়েছেন, চলমান ২২টি প্রকল্পের মূল্যায়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এবং এই প্রকল্পগুলোর কেনাকাটা এবং অর্থছাড় সাময়িক স্থগিত করা হয়েছে।

মুল্যায়ন কমিটি জানিয়েছে, কেনাকাটার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা করার প্রমাণ পাওয়া গেছে, যা সরকারি খাতের স্বচ্ছতার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে। এতে করে প্রকল্পগুলোর কার্যক্রমে সমস্যা সৃষ্টি হতে পারে।

সচিব আরও জানিয়েছেন, অপ্রয়োজনীয় পরামর্শক বাদ দেওয়ার পাশাপাশি অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দাতা সংস্থার অর্থায়ন বা ঋণে চলমান প্রকল্পগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *