নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের পর তাদের দপ্তর বণ্টন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য নতুন মন্ত্রিসভায়ও স্থান পেয়েছেন। কারও কারও পূর্বের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ও একই আছে। তবে এবারের মন্ত্রিসভায় নতুন মুখই বেশি।
নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের গবেষণাধর্মী কার্যক্রম ও তথ্য-প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলোর দেখভাল করা ‘থিংক ট্যাংক’-এর সদস্য হিসেবে পরিচিত অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। আরাফাত জাতীয় নির্বাচনে এই প্রথমবার অংশ নেন। যদিও তিনি এর আগে একই আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনে অংশ নিয়েছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল ১০ জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।