ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দেয়ালে তনুর স্মরণে করা গ্রাফিতিতে ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার লাগানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বুধবার বিকেলে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়।
সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমা চেয়ে মেহজাবীন লেখেন, “প্রিয় মালতী চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ টিএসসিতে গিয়েছিল। প্রচারণা চলাকালে ভুলবশত তনুর গ্রাফিতির ওপরে পোস্টার সাঁটা হয়ে যায়। এই ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমরা সঙ্গে সঙ্গে পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং ঘটনাস্থলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি। আমি তনুর ন্যায়বিচারের লড়াইকে গভীরভাবে সম্মান করি।”
এই ঘটনার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। ফেসবুকে একজন মন্তব্য করেন, “তনুর মতো গুরুত্বপূর্ণ একটি স্মারকের ওপর পোস্টার লাগানো কীভাবে সম্ভব!” আরেকজন লিখেন, “এমন অমানবিক কাজ যারা করেছে, তারা কি কখনও এই ঘটনার গুরুত্ব বুঝেছে?”
এর আগে সিনেমার প্রচারণা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে অসন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, এমন কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাগুলো আড়াল হয়ে যায়।
২০ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া “প্রিয় মালতী” সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন এক সংগ্রামী নারীর চরিত্রে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম