ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ঢালিউডে অভিষেকের খবর দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তা সত্যি হতে চলেছে। নতুন বছরের শুরুতেই বড়পর্দায় পা রাখছেন তিনি। তবে তার অভিষেক ঘটছে শরিফুল রাজের সঙ্গে, যিনি ইতোমধ্যেই ঢালিউডে বেশ কয়েকটি সিনেমায় কাজ করলেও এখনো পুরোপুরি দর্শকপ্রিয় নন।
তানজিন তিশার ওটিটিতে কিছু কাজ আগে মুক্তি পেলেও সেগুলো তেমন সাড়া ফেলেনি। ছোটপর্দায় তার অভিনয়ের যে জনপ্রিয়তা রয়েছে, সেটি বড়পর্দায় ধরে রাখতে চাইছেন তিনি। জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমার পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। তিশা এবং সঞ্জয়ের বোঝাপড়া আগেই তৈরি হয়েছে, যা তাদের আগের কাজ থেকেই প্রমাণিত।
সিনেমাটির গল্প রচনা করেছেন সঞ্জয় সমাদ্দার এবং নাজিব উদ দৌলা। শিগগিরই সিনেমার নাম ঘোষণা ও টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। যদিও তিশা এখনও চুক্তিপত্রে সই করেননি, তবে নির্মাতার সঙ্গে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত।
নির্মাতা সঞ্জয় সমাদ্দার এ বিষয়ে বলেছেন, “প্রযোজক দেশের বাইরে থাকায় আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া সম্ভব হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত আমরা কাজ শুরু করব।”
তানজিন তিশার এই অভিষেক সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে গল্প এবং চরিত্রের গভীরতা শেষ পর্যন্ত এই সিনেমাটিকে কতটা দর্শকপ্রিয় করবে, তা সময়ই বলে দেবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম