তাপদাহ থেকে বাঁচতে বেতাগী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বৃষরোপন কর্মসূচির আয়োজন করেন। আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে বেতাগী সরকারি কলেজ মাঠ, সাব-রেজিস্টার মাঠে বনজ, ফলদ এবং ওষুধি বৃক্ষের চারাসহ শতাধিক বৃক্ষের চারা রোপন করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আমিন হাওলাদার, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান আসাদ, ইমন, আবুল হোসেন, আসিকসহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গ্রীষ্মের তাপদাহের সময় কেন এই বৃক্ষ রোপন এমন প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আমিন হাওলাদার বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপন কর্মসূচি। যথারীতি পানি দেওয়া, বেড়া দেওয়া এবং আগাছা নিড়ানীসহ সকল ধরণের পরিচর্যা করবে উপজেলা ছাত্রলীগের কর্মীরা। উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি কামাল হোসেন খান বলেন,’ ছাত্রলীগের নেতৃবৃন্দের এই মহতি কাজকে স্বাগত ও অভিনন্দন জানাই। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এই শুভ কামনা।