চন্দ্রদ্বীপ নিউজ :: আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। আজ সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে দেশি-বিদেশি ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট। গতবারের মতো এবারও বিপিএলে সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। অবশ্য চারটি পুরোনো ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নাম ও মালিকানা বদল করে যোগ হয়েছে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি।
এবারের পুরোনো চার দল ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স থাকছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন তিন দল ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহী। চট্টগ্রাম ও ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ও মালিকানা পরিবর্তন হলেও রাজশাহী অংশ নিচ্ছে বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বদলে। অবশ্য চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয় আসরেও অংশ নিয়েছিল।
এবার চমক দিয়েছে শোবিজ তারকা শাকিব খানের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। বর্তমান চ্যাম্পিয়্ন ফরচুন বরিশাল এবারও গড়েছে শক্তিশালী দল। তামিম ইকবালের দলে আছে অভিজ্ঞ-তরুণ মিশেলের একঝাঁক তারকা। বরিশাল ও ঢাকা ছাড়াও দেশি-বিদেশি মিলিয়ে দুর্দান্ত দল গড়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। তারুণ্যনির্ভর দল গড়েছে চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহী।
গত আসরের শিরোপাজয়ী বরিশাল অধিনায়ক তামিম ইকবাল এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে ধরে রেখেছে। পাশাপাশি তরুণ তারকা তাওহীদ হৃদয়কে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। ড্রাফট থেকে দক্ষিণবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লেগস্পিনার রিশাদসহ দলে নিয়েছে দেশি-বিদেশিসহ সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড়।
এদিকে কুমিল্লা না থাকায় ঢাকা ক্যাপিট্যালস কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে আগেই দলে নিয়েছে। আর ড্রাফট থেকে লিটন দাস, সাব্বির রহমানসহ ১০ জন খেলোয়াড় দলে যোগ করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশিদের মধ্যে দলটিতে আছেন থিসারা পেরেরা, জনসন চার্লস, সাইম আইয়ুবের মতো আন্তর্জাতিক তারকারা।
চিটাগং কিংস সাকিব আল হাসান ও শরিফুল ইসলামসহ ছয়জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছিল। ড্রাফট থেকে বন্দর নগরীর দলটি আরও ১২ ক্রিকেটাকে দলে ভিড়িয়েছে। যাদের মধ্যে শামীম পাটওয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলামদের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে।
দুর্বার রাজশাহী সরাসরি দলে টেনেছিল শুধু এনামুল হক বিজয়কে। আজ ড্রাফট থেকে ১২ জন খেলোয়াড় বেছে নিলেও তাদের স্কোয়াডকে তুলনামূলক ‘দুর্বল’ বলতে হচ্ছে। দলে তাসকিন আহমেদ, ইয়াসির আলীর মতো খেলোয়াড় থাকলেও বিদেশিদের মধ্যে শুধু সাদ নাসিম, লাহিরু সামারাকুনকে দলে নিয়েছে তারা।
খুলনা টাইগার্স মেহেদী হাসান মিরাজকে দলে নিয়ে তাদের অলরাউন্ড শক্তি বাড়িয়েছে। তারা আফিফ হোসেন এবং নাসুম আহমেদকে ধরে রেখে শক্তিশালী একটি মূল দল গঠন করেছে। গতকাল ড্রাফট থেকে ইমরুল কায়েস, হাসান মাহমুদসহ ৮ দেশি ও ৪ বিদেশিকে দলভুক্ত করেছে।
অন্য দলগুলোর মধ্যে সিলেট স্ট্রাইকার্স তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে ধরে রেখেছিল। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল জাকের আলী অনিককে। গতকাল ড্রাফট থেকে মাশরাফি বিন মর্তুজাসহ আট দেশি ও পাঁচ বিদেশিকে দলভুক্ত করেছে। আর রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে ধরে রাখার পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনকে সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছিল। ড্রাফট থেকে লোকাল আট ও বিদেশিদের মধ্যে সাতজনকে দলে নিয়েছে।