বরিশঅল অফিস:: বরগুনার তালতলীতে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে ২০টি হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) উপজেলার নাগরিক সমাজের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন, নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।
নাগরিক সমাজের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক অবঃ আবু ছিদ্দিক, তালতলী প্রেসক্লাব সভাপতি মো. খাইরুল ইসলামসহ নাগরিক সমাজের সদস্যবৃন্দ। নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, প্রতি বছর পবিত্র রমজান উপলক্ষে গ্রামের অসহায় দরিদ্র মানুষকে পারিবারিক ভাবে ইফতার সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়।
এরই ধারাবাহিকতায় এই বছরেও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সারাদিন রোজা রেখে গ্রামের দরিদ্র পরিবারগুলো যাতে শান্তিতে ইফতার করতে পারে সে জন্য আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।