চন্দ্রদ্বীপ ডেস্ক: গেল দু’দিন ধরেই খবরের শিরোনামে আছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। কারণ অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। আর বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর নবদম্পতিও ভাসছেন শুভেচ্ছার জোয়ারে।
তাহসান খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই চর্চায় উঠে আসে তার সাবেক স্ত্রী মিথিলা। তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এবার এলো সুখবর। কিন্তু কী সেই সুখবর?
অভিনেত্রী মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এ তারকা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। জানান, কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই কাজ শুরু করবেন।