জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষত, ফেসবুক জুড়ে দেখা গেছে ‘তাহসান জিতেছে’ ধরনের পোস্টের ছড়াছড়ি। পোস্টগুলোর অধিকাংশই পুরুষদের করা, যা আরও বেশি নজর কেড়েছে।
এই বিষয়ে নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক পেজে একটি বিশদ স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে প্রশ্ন তুলেছেন, “তাহসান কীভাবে জিতেছে?” তসলিমা উল্লেখ করেন, “বিয়ে করা বা কাউকে ভালোবাসা স্বাভাবিক ঘটনা। তবে, সমাজের একাংশের কাছে তাহসানের ‘জেতা’ আসলে তার নতুন স্ত্রীকে ‘কচি, সুন্দরী’ এবং ‘ভার্জিন’ বলে মনে করার বিকৃত মানসিকতার প্রকাশ।”
তসলিমা আরও বলেন, “রোজা আহমেদ একজন সংগ্রামী নারী, যিনি দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। তার সংগ্রাম তাকে স্বনির্ভর ও স্বাধীন করেছে। নারীদের জেতা মানে শুধু পুরুষের সঙ্গে সম্পর্ক নয়, বরং তাদের স্বনির্ভরতা, স্বাধীনতা এবং সামাজিক অপমানকে অগ্রাহ্য করার ক্ষমতা।”
তিনি আরও উল্লেখ করেন, “পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনও চ্যালেঞ্জ নয়। কিন্তু নারীর জন্য এটি সত্যিকার চ্যালেঞ্জ। তাহসানের সাবেক স্ত্রী মিথিলা এবং বর্তমান স্ত্রী রোজা—দুজনই তাদের জায়গায় জয়ী হয়েছেন। কারণ তারা স্বনির্ভর ও স্বাধীন।”
তসলিমার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ তা সমালোচনা করছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম