সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানিয়েছেন, তাদের সমস্যার সমাধান শীঘ্রই আসবে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “তিতুমীর কলেজের ভাই-বোনদের বলব, আপনারা শান্ত হন। ৭ কলেজের বিষয়ে আলোচনা চলছে এবং আমরা আশা করছি, খুব শীঘ্রই একটি আশু সমাধান আসবে।”
এদিকে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় ফের সড়ক অবরোধ শুরু করেন। এর ফলে তিতুমীর কলেজের ক্যাম্পাসের সামনের সড়কটি অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার সন্ধ্যা ৬টার পর সড়ক অবরোধ শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে, দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা রাজধানীর মহাখালী এলাকা দিয়ে রেলপথ ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন যে, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সুনির্দিষ্ট আশ্বাস না দিলে তারা ক্যাম্পাসে ফিরে যাবেন না। এর পরই, দুপুরের দিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়। বিকেল ৩টার দিকে তিতুমীর কলেজের ১২ শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে বৈঠকে অংশ নেয়।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম