অর্ণব শরীফ (বরগুনা): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে আজ সকালে বরগুনার পাঁচটি উপজেলায় উপকার ভোগীদের নিকট চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৮৩১ টি জমি সহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
একই সাথে তিনি বরগুনার পাথরঘাটা বেতাগী ও তালতলী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
এর আগে আশ্রয়ণ প্রকল্প ২ এর তৃতীয় পর্যায়ে ৯২ টি গৃহ উদ্বোধন এর মধ্য দিয়ে বরগুনার প্রথম উপজেলা হিসেবে বামনা উপজেলাকে ভূমিহীন ও গৃহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহ উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহঃ রফিকুল ইসলাম।।