শিরোনাম

তিন দেশে নিষিদ্ধ সলমনের ‘টাইগার ৩’, নেপথ্যে কারণ নাকি ক্যাটরিনা!

Views: 57
চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  মাঝে মাত্র একটা দিন, রাত পোহালেই মুক্তি পেতে চলেছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’। ১০ কোটি টাকার উপর অগ্রিম বুকিং হয়ে গিয়েছে এই ছবির। যদিও কলকাতায় এই ছবি নিয়ে উত্তেজনা অন্যান্য শহরের তুলনায় বেশ কম। তবে উত্তর ভারতের রাজ্যগুলিতে এই ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে। সব ভালই এগোচ্ছিল, তার মাঝেই হঠাৎ বিপত্তি। সলমন খান-ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবিকে নিষিদ্ধ করা হল মধ্যপ্রাচ্যের তিন দেশে।

ওমান, কাতার, কুয়েত এই তিন দেশে নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে এই ছবির উপর। কিন্তু কেন হঠাৎ সলমনের ছবিকে নিয়ে আপত্তি! মূলত দুটি কারণ রয়েছে এর পিছনে। প্রথমমত ধর্মীয় ভাবাবেগ ও দ্বিতীয়ত ক্যাটরিনা কইফের তোয়ালে পরা দৃশ্যে আপত্তি। এই ছবির খলনায়কের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। এই চরিত্রটি এক মুসলিম জঙ্গী সংগঠনের মাথা। ইসলাম ধর্মালম্বী দেশ ও সেখানকার মানুষজনের নেতিবাচক চরিত্রায়নের কারণেই মূলত এই বাধা। এ ছাড়াও ক্যাটরিনার তোয়ালে জরানো গায়ে অ্যাকশন দৃশ্য নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের। যদিও এ প্রসঙ্গে যশরাজ ফিল্মস্–এর তরফে কোনও ধরনের আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। ছবিতে সলমন খানের সঙ্গে জুটিতে ফিরেছেন ক্যাটরিনা কইফ। ছবিতে যে ভরপুর অ্যাকশন থাকছে, তার আভাস পাওয়া গিয়েছিল ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম দু’টি ছবি থেকেই। তবে ‘পাঠান’-এর সাফল্যের পর আরও কয়েক ধাপ এগিয়েছে ওয়াইআরএফ। সলমন তো রেয়েছেনই, তার সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করবেন ক্যাটরিনাও। সেখানেই তোয়ালে জড়িয়ে মারপিট করতে দেখা যাবে অভিনেত্রীকে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *