শিরোনাম

তিন ফসলি জমিতে স্থাপনা বন্ধ হবে: ভূমিমন্ত্রী

Views: 38

চন্দ্রদীপ ডেস্ক : ভূমি আইন সংস্কার হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আগামী অধিবেশনেই উঠবে, পাশও হবে আশা করছি। এটা পাশ হলে তিন ফসলি জমিতে স্থাপনা বন্ধ হবে।

শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা চেম্বারে আয়োজিত ‘ঢাকার বিকেন্দ্রীকরণ এবং টেকসই নগরায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কামর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, এর আগে সিটি জরিপ হয়েছিল। সেখানে নানা প্রশ্ন উঠেছিল, এবার আমরা ডিজিটাল জরিপ করছি। ডিজিটাল সার্ভে হলে মানুষের ভোগান্তি কমে আসবে। দালালের দৌরাত্ম্য কমে যাবে। এতে আর দৌঁড়ানো লাগবে না। মানুষ ঘরে বসেই অনলাইন মাধ্যমে সেবা পাবেন।

তিনি বলেন, ঢাকা বিকেন্দ্রীকরণ করতে ঢাকার পার্শ্ববর্তী সড়ক সংস্কারে কাজ চলছে। ব্যাপক উন্নয়ন হয়েছে ,আজ এক্সপ্রেসওয়ে উদ্বোধন হলো। আমরা চাই ঢাকার ওপরে চাপ কমিয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষ আসবে। প্রধানমন্ত্রী নিজেও এ কথা মাথায় রেখে উন্নয়ন করছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *