শিরোনাম

তেল নিয়ে তেলেসমাতি: মিলছে না দাম বাড়িয়েও

Views: 5

দেশে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৯ ডিসেম্বর দাম লিটারে আট টাকা বাড়ানো হয়। এর পর ১৬ ডিসেম্বর দাম সহনীয় রাখতে সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দেয় সরকার। কিন্তু এসব পদক্ষেপ সত্ত্বেও খুচরা ব্যবসায়ীরা চাহিদামাফিক তেল পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন, আর এর ফলে সাধারণ মানুষ ভুগছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কোথাও চাহিদা মাফিক সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, কোথাও বা পাওয়া যাচ্ছে না। দোকানিরা অনেক সময় জানাচ্ছেন, ‘তেল নেই’। আবার কিছু দোকানে অতিরিক্ত দামে তেল বিক্রি করারও অভিযোগ উঠেছে।

কাওরান বাজারের মায়ের দোয়া জেনারেল স্টোরের এক বিক্রেতা জানান, তাদের দোকানে সয়াবিন তেলের সরবরাহে কোনো সমস্যা নেই। তারা যা চাচ্ছেন তাই পাচ্ছেন। একই বক্তব্য দেন কাওরান বাজারের মেসার্স বন্ধু স্টোর, লক্ষ্মীপুর স্টোরসহ অন্যান্য বিক্রেতারা। এর সত্যতা পেয়ে জানা যায়, আব্দুর রহমান নামে একজন ক্রেতা কোন সমস্যা ছাড়াই দুই লিটার সয়াবিন তেল কিনেছেন।

তবে মিরপুর, বাংলামোটর এবং পুরান ঢাকার নবাবপুরে খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে, আগে যেমন সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিয়মিত তাদের কাছে তেল পৌঁছাতো, এখন তা হচ্ছে না। অনেক সময় এসআররা এসে সীমিত অর্ডার নিচ্ছেন, ফলে বাধ্য হয়ে ব্যবসায়ীদের পাইকারি বাজার থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে।

বাংলামোটরের রিপন স্টোরের স্বত্ত্বাধিকারী রিপন মিয়া বলেন, আগে প্রতি সপ্তাহে এসআর আসতেন, কিন্তু এখন তাদের জোরাজুরি করতে হচ্ছে এবং তাও চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না। একই ধরনের অভিযোগ করেছেন মিরপুরের শেওড়াপাড়া এলাকার এক খুচরা দোকানদার, যিনি জানান, কোম্পানির লোকেরা ঠিকভাবে আসছেন না, ফলে তেল পেতে সমস্যা হচ্ছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজিব ব্যাপারী, যিনি সদ্য মাস্টার্স শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তিনি বলেন, সয়াবিন তেল কিনতে গিয়ে প্রায়ই তাকে হয়রানির মুখে পড়তে হয়। একাধিক দোকানে ঘুরেও তেল পাওয়া যায় না। তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আনতে এবং সিন্ডিকেট ভাঙতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, সরকার ব্যবসায়ীদের কাছে নতি স্বীকার করে দাম বাড়িয়েছে, কিন্তু এই মূল্যবৃদ্ধির পরও তেল সরবরাহ নিশ্চিত না হওয়া উচিত নয়। তিনি বলেন, সরবরাহে সমস্যা থাকার কথা বললেও, কেন এতদিনে এর সমাধান করা হয়নি, তা প্রশ্নবিদ্ধ। সরকারের দায়িত্ব ছিলো সরবরাহ ঠিক রাখা, কিন্তু তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

বর্তমানে, ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বেড়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকায় এবং খোলা সয়াবিন তেল ১৫৭ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম এখন ৮৬০ টাকা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *