বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে চলছিল নানা গুঞ্জন। তবে, আফ্রিদি এই সব গুঞ্জনকে ভুল প্রমাণ করে অন্য কাউকে বিয়ে করেছেন। এদিকে, এই খবর প্রকাশের পর যেন এক ধরনের মানসিক শান্তি পেলেন দীঘি।
১৩ নভেম্বর, বুধবার, তৌহিদ আফ্রিদির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে তাকে বরের সাজে দেখা যায়, এবং কনের সাজে ছিলেন টিকটকার রামিসা আল রিসা। আফ্রিদি গণমাধ্যমে জানালেন যে, তিনি রামিসা আল রিসাকে বিয়ে করেছেন। তাদের বিয়ের অনুষ্ঠানটি ছিল একটি ঘরোয়া আয়োজন, যেখানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তবে, পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
বিয়ের খবর জানার পর, দীঘি গণমাধ্যমকে বলেন, “আমার জানা মতে, আপাতত কাবিন হয়েছে কনের বাড়িতেই, পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন হবে।” তিনি আরও যোগ করেন, “তৌহিদ আফ্রিদির সঙ্গে কখনোই আমার প্রেমের সম্পর্ক ছিল না। সে আমার ভালো বন্ধু ছিল।”
দীঘি বলেন, “মাঝেমধ্যে আমাদের সম্পর্ক নিয়ে যেভাবে গুঞ্জন ছড়াতো, তা আমাকে বিরক্ত করেছিল। অবশেষে এখন একটু শান্তি পেলাম।”
দীঘি, যিনি শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন, দীর্ঘ বিরতির পর ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক করেন। এরপর তিনি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘মুজিব: একটি জাতির রূপকার’ এবং সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত ‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমায় অভিনয় করেছেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম