কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ও অনলাইন মাধ্যমে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিতে তৌহিদ আফ্রিদি ও রাইসাকে বিয়ের সাজে দেখা গেছে। তবে বিষয়টি নিয়ে নানা গুঞ্জনের পর এবার সরাসরি বক্তব্য দিলেন তৌহিদ আফ্রিদি। তিনি নিশ্চিত করেছেন, রাইসার সাথে তার কাবিন হয়েছে, তবে বিয়ের মূল অনুষ্ঠান এখনও বাকি।
তৌহিদ আফ্রিদি জানান, “অনেকেই অনলাইনে দেখেছেন আমি গোপনে বিয়ে করেছি, কিন্তু আসলে তা নয়। বিয়ের কাবিন হয়েছে এবং এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তবে মূল বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন পরবর্তীতে করা হবে। আমি তো দেখতে গিয়েই বিয়ে করেছি।”
তৌহিদ আরও বলেন, “আমার স্ত্রীর বোন টিকটক করেন এবং দু’জনের চেহারায় অনেকটাই মিল রয়েছে। তাই অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করছেন।” আফ্রিদির বন্ধুরা জানিয়েছেন, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তাদের বিয়ে হয়েছে দুই পরিবারের সম্মতিতে এবং ঘরোয়া পরিবেশে।
তৌহিদ আফ্রিদির সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া কার্যক্রম কমে যাওয়ার পেছনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে কাজ করার কথাও শোনা গিয়েছে। তবে এসব গুঞ্জনকে পাশ কাটিয়ে এবার বিয়ের বিষয়টি সামনে এলো।
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম