থ্রিলার ঘরানার সিনেমাটির বিষয়ে পরিচালক সায়ন বসু চৌধুরী বলেন, এটুকু বলতে পারি গল্পটা দর্শকদের পছন্দ হবে। অনেকগুলো চমক রয়েছে। এখনই সেগুলো নিয়ে আলোচনা করতে চাইছি না। সম্প্রতি পরিচালক ‘কত বার ভেবেছিনু’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দর্শনা। তবে বনির সঙ্গে এটাই তার প্রথম কাজ। এই জুটি নিয়ে আশাবাদী পরিচালক। সায়নের কথায়, দর্শনার সঙ্গে আগে কাজ করে বুঝেছি ও খুবই শক্তিশালী অভিনেত্রী। বনিও ভালো অভিনেতা। সব মিলিয়ে আশা করছি একটা ভাল ছবি দর্শকদের উপহার দিতে পারব।
সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য, সুকন্যা বসু, ঋষি রাজ, আনন্দ চৌধুরী প্রমুখ। প্রযোজক পাণ্ডে মোশন পিকচার্স। কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা।