শিরোনাম

দক্ষিণাঞ্চলে ৪১২ কোটি টাকা ব্যয়ে দৃশ্যমান ‘নভোথিয়েটার’

Views: 10

দেশের সবচেয়ে বড় নভোথিয়েটার নির্মাণ হচ্ছে বরিশালে। বরিশাল সদর উপজেলার দক্ষিণ চরআইচা গ্রামে, বরিশাল বিশ্ববিদ্যালয় ও মেরিন একাডেমির পাশে নির্মিত হচ্ছে এ অভিনব প্রতিষ্ঠানটি।

বরিশাল বিশ্ববিদ্যালয় ও মেরিন একাডেমির পাশে নির্মাণাধীন নভোথিয়েটারটি শিক্ষার্থীদের উন্নত, বিজ্ঞানমনষ্ক শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছেন বরিশালের সচেতন মহল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম ও সানজিদা প্রীতি জানান, “দেরিতে হলেও বরিশালে নভোথিয়েটার হচ্ছে, এটি সত্যিই আমাদের জন্য আনন্দের বিষয়। এখন থেকে বরিশাল থেকেই মহাকাশ নিয়ে গবেষণা করা সম্ভব হবে।”

সূত্রে জানা গেছে, ৪১২ কোটি টাকা ব্যয়ে ‘বরিশাল নভোথিয়েটার’ প্রকল্পটি নির্মাণ হচ্ছে। বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক তহবিলের (জিওবি) অর্থায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে বরিশাল গণপূর্ত অধিদপ্তর।

বরিশাল গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফ-উল আলম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের অধীনে ৪১২ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ‘বরিশাল নভোথিয়েটার’ প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র টাইলস ও ফিটিংয়ের কাজ চলছে।” প্রকল্পটির আওতায় নির্মিত হবে ৩৪০ আসনের গ্যালারি, অফিস ব্লক, প্ল্যানেটরিয়াম ব্লক, প্লাজা, পার্ক, শিশুদের জন্য খেলার স্থান এবং ডরমেটরি ভবন। এর পাশাপাশি, গ্রাউন্ড ফ্লোরে একসাথে ১৭৫টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম জানান, দক্ষিণাঞ্চলের প্রান্তিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যেই ‘বরিশাল নভোথিয়েটার’ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, “বরিশাল গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে নিরলস কাজ করছে। এ নভোথিয়েটারটি শিক্ষার্থীদের জন্য মহাকাশ বিষয়ক প্রদর্শনী, ৫-ডি এডুটেইনমেন্ট সিমুলেটর, ডিজিটাল এক্সিবিউস গ্যালারি ও ৫-ডি মুভি থিয়েটারের সুযোগ প্রদান করবে। ভবিষ্যতে মহাকাশ গবেষণার জন্য এখানে বিশ্বের সবচেয়ে আধুনিক টেলিস্কোপ স্থাপন করা হবে। কিছু জমি অধিগ্রহণ জটিলতার কারণে দেরি হলেও, আগামী বছর এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *