সিনেদুনিয়া এখন তাকে পুষ্পা স্টার নামেই চেনে। প্রাথমিকভাবে তার পারিশ্রমিক কম থাকলেও বর্তমানে আল্লু অর্জুন একটি ছবি করতে নিচ্ছেন ৭৫ কোটি টাকা।
প্রভাস
বাহুবলী থেকে শুরু করে সাহো, একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আসছে সালার ছবি। শোনা যায় তিনি এই ছবি করতে নিয়েছেন মোট ১০০ কোটি।
জুনিয়ার এনটিআর
তার ঝুলিতেও নেহাতই ছবির সংখ্যা কম নয়। আরআরআর খ্যাত এই সুপারস্টার বর্তমানে একটি ছবি করতে নিয়ে থাকেন ৪০-৪৫ কোটি। তবে আরআরআর ছবির পর শোনা যাচ্ছে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ কোটি।
ধনুশ
তার ছবির সংখ্যা বর্তমানে কমলেও তিনি দক্ষিণপাড়ার অন্যতম সেরা অভিনেতা। করেছেন বলিউড ছবিও। বর্তমানে তিনি ছবি করতে নিয়ে থাকেন ২৫ থেকে ৩৫ কোটি টাকা।
রাম চরণ
আরআরআর ছবির আগেও বহু হিট ছবি রয়েছে এই অভিনেতার ঝুলিতে। যদিও আরআরআর ছবি গোটা বিশ্বে তাঁর পরিচিতি তৈরি করেছে। তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ছবি পিছু ১০০ কোটি। যদিও তিনি বলেন মাত্র ১৫ কোটি তার পারিশ্রমিক।